সৌদিতে ভবনের ছাদ থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রকাশঃ

 

সৌদি আরবে কাজ করার সময় ভবনের ৩য় তলার ছাদ থেকে পড়ে মো. ইউছুপ (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহম্পতিবার (৫ অক্টোবর) এ দূর্ঘটনা ঘটে।

নিহত ইউছুপের বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরের লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালি গ্রামে। তার বাবার নাম মো. ইব্রাহিম। তিনি সৌদি আরবে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

তার স্বজনরা জানায়, বৃহম্পতিবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮ টার দিকে ইউছুপ সৌদি আরবের আভা নামক শহরে কর্মরত ছিলেন। ওইসময় একটি সাইনবোর্ড স্থাপনের সময় প্রবল বাতাসের কবলে ভবনের তয় তলার ছাদ থেকে নিচে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর থবরে গ্রামের বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে শোকের মাতম।

ইউছুপের বড় ভাই আমিনুল ইসলাম রুবেল জানান, দুই মাস আগে তার ভাই ইউছুপ জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি দেন। ইউছুপের দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

 

এমআর/লক্ষ্মীপুর/প্রবাস সময়

সর্বশেষ খবর

নিউইয়র্কে ‘সুড়ঙ্গ’ : দর্শকের হৃদয় ছুঁয়েছে নিশো’র অভিনয়

0
সুড়ঙ্গ : দেশের গন্ডি পেরিয়ে, বিদেশেও চলছে ‘সুড়ঙ্গ’ উন্মাদনা। ২১ জুলাই সিনেমাটি মুক্তি পেয়েছে যুক্তরাষ্ট্রে। কি আছে রায়হান রাফি’র সুড়ঙ্গ-এ, এটা কী আসলেই অশ্লিল সিনেমা?...

জনপ্রিয় খবর